ব্যায়ামের সেক্স ভাল

বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্যায়াম
করার চেয়ে নিয়মিত সেক্স লাইফ ভাল।
যদি আপনি নিজেকে ফিট, সুন্দরী ও এবং কম
বয়সী হিসেবে দেখতে চান তাহলে আপনার
জন্য নিয়মিত যৌনজীবন খুবই দরকারি।
একটি স্কটিশ গবেষণায় দেখা গেছে, পুরুষের
মতো উন্নত যৌন জীবন
নারীদেরকে সুস্বাস্থ্যের
অধিকারী করে তোলে। এতে নারীদের ত্বক
আরো মসৃণ ও সতেজ হয়। যখন
আপনি দৈহিক সম্পর্কে লিপ্ত থাকেন, তখন
আপনার শরীর থেকে তিন ধরনের হরমন কাজ
করে। স্কটিশ ঐ গবেষণার সঙ্গে যুক্ত
গবেষকদের মতে, এই তিন ধরনের হরমোন
সূর্যের তাপ থেকে শরীরের
ত্বকে যে ক্ষতগুলো হয় তা পূরণ করে দেয়।
এছাড়াও এ সময় যে ঘাম বের হয় তার
মাধ্যমে একধরনের এসিড বের হয়ে যায়,
যেটা সুন্দর মলিন ঠোট ও উজ্জ্বল চোখ
তৈরিতে ভূমিকা রাখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন