এবার বাজারে আসছে অভিনব এক কনডম

এইডস (এইইচআইভি ভাইরাস) প্রতিরোধক এবং অধিক যৌন সুখ উপভোগ ক্ষমতা সম্পন্ন নতুন ‘সুপার কনডম’ খুব শীঘ্রই বাজারে পাওয়া যাবে বলে দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীদের মতে, নতুন গর্ভনিরোধক কনডমটি হাইড্রোজেল (হাইড্রোজেল পানি জাতীয় জেল, কাটা-ছেড়া উপশমে এটি ব্যবহৃত হয়) জাতীয় হবে। কনডম ফেটে যাওয়ার কারণে যদি এইচআইভি ভাইরাসের সংক্রমণ হয়, তাহলে নতুন কনডম এটি ধ্বংস করবে।
এবার বাজারে আসছে অভিনব এক কনডম


যৌন আনন্দকে বৃদ্ধি করতে এই কনডমে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমৃদ্ধ হবে।

স্বাভাবিক ভাবে, সাধারণ মানুষ কনডম ব্যবহার করতে চান না। কারণ, কনডম ব্যবহার করলে নাকি স্বাভাবিক যৌন তৃপ্তি পাওয়া যায় না।

নতুন কনডমে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট নিউরোট্রান্সমিটারস বৃদ্ধি করবে। যা স্নায়ু পর্যন্ত পৌঁছাবে এবং সর্বোচ্চ যৌন তৃপ্তি প্রদান করবে। যদি এইচআইভি ভাইরাস থাকে তাহলে নতুন কনডম এটিকে ব্লক ও শরীরে প্রবেশ বাধা প্রদান করবে। আশাকরি, আগামী বছর থেকে এই কনডম বাজারে পাওয়া যাবে।

কনডমটির দাম পড়তে পারে এক ডলার। ২০১৫ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী, ইউরোপে এক লাখ ৪২ হাজার এইচআইভি পজিটিভ রোগী রয়েছে। তথ্য-ওয়েবসাইড

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন